ময়মনসিংহসংবাদ সারাদেশ

ময়মনসিংহে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামীকে আটক করেছে র‌্যাব-১৪

রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে হত্যা মামলায় মৃত্যুদন্ড ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামীকে আটক করেছে র‌্যাব-১৪।গাজীপুরের জয়দেবপুর ও ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ২০০৯ সালে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর শিশু পারভেজ হত্যা মামলার মৃত্যদন্ড প্রাপ্ত পলাতক আসামী আপন দুই ভাই দিলীপ মিয়া (৫৫) ও একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি মোকসুদকে  গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে সোমবার বিকালে আটক করেন তারা। সাজাপ্রাপ্ত আসামীরা নান্দাইল উপজেলার ছালুয়াপাড়া এলাকার মর্তুজ আলীর ছেলে।

এদিকে হালুয়াঘাট থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সুরুজ মিয়া(৪৫) কে গতরাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আটক করেছে র‌্যাব-১৪।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সুরুজ মিয়া হালুয়াঘাট উপজেলার ভাড়ালিয়া এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে।আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহার ও বিজ্ঞ আদালতের রায় পর্যালোচনা করে জানা যায়, পূর্ব-শক্রতার জেরে ২০০৯ সালের ২২ জুন রাতে ভিকটিম মৃত পারভেজ তার পরিবার পরিজনের সাথে টিভি দেখা শেষে ঘর থেকে বাহিরে গেলে রাত্রী অনুমান ১০:০০ ঘটিকার সময় রাতের খাবারের জন্য তার পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোথাও না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তার পরিবারের লোকজন একই তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় ভিকটিমের বসত বাড়ী হইতে অনুমান ৩০০ গজ দূরে ভিকটিমের গলার নিচে ধারালো অস্ত্রের তিনটি মারাত্বক কাটা জখম এবং পেট হইতে নাড়ীভূড়ি আলাদাসহ ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান। শিশু পারভেজকে নির্মমভাবে হত্যার ঘটনায় নান্দাইল থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ হারুনুর রশিদ বাদী হয়ে দিলীপ, মোকসুদ এবং মর্তুজ এর বিরুদ্ধে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২২(০৬)০৯, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনায় আসামীরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে দুই বছর হাজত বাস করে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ভিকটিম পারভেজের চাচা বাচ্চু‘ কে ২০১১ সালের ০৯ নভেম্বর প্রকাশ্য দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। বাচ্চু হত্যায় তার পরিবার গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নান্দাইল থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০৪(১১)১১, ধারাঃ ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

শিশু পারভেজ হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী দিলীপকে মৃত্যুদন্ড এবং আসামী মোকসুদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

অপরদিকে, গ্রেফতারকৃত মাদক মামলার আসামী মোঃ সুরুজ মিয়াকে গত ২০১২ সালের ১লা ফেব্রুয়ারী এক হাজার একশত বোতল ফেনসিডিলসহ র‌্যাব- ৯ ময়মনসিংহ ক্যাম্প গ্রেফতার করে হালুয়াঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০২(০২)২০১২, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ)। উক্ত মামলায় আসামী সুরুজের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী সুরুজ‘কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button