রাজশাহীসংবাদ সারাদেশ
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যালী
জয়পুরহাট প্রতিনিধি: মিলন রায়হান
মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকাল ১০ টায় মাদক বিরোধী একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট ১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।