লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাঠিখেলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ শাহজাদা
বিলুপ্তির পথে থাকা লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাঠিখেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা। শনিবার বিকেলে উপজেলার সৈয়দটুলা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলাকে পুণরুজ্জীবিত করতে স্থানীয় যুবকবৃন্দ ও সমাজকর্মী বেলায়েত হোসেন এর উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫ জন লাঠিয়াল খেলোয়াড় অংশগ্রহন করেন। এ সময় ঢাক, ঢোল আর সানাইয়ের তালে তালে তাদের আক্রমন ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন এবং অসাধারণ ক্রীড়া নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের। খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষের ঢল নামে। নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শকদের আনন্দে মেতে উঠে পুরো গ্রামীন জনপদ। খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, বহু বছর পর হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে পাওয়া অনেক আনন্দের। প্রতি বছর এমন আয়োজনের দাবী তাদের।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সেলিম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী হোসেন মিয়া, রওশন আলী, সাদেক মিয়া, উজ্জল ঠাকুর প্রমূখ।
আয়োজকরা জানান, বিলুপ্তের পথে থাকা লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেয়া। লাঠিখেলার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারলে বাঙালির চিরাচরিত সংস্কৃতির অংশ লাঠিখেলা টিকে থাকবে অনন্তকাল। লাঠিখেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবী জানান আয়োজকরা।