ঢাকাসংবাদ সারাদেশ

গোপালগঞ্জে লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি :মাসুদ পারভেজ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। দুপুর ১ টার দিকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ কিউ এম মাহবুব, সাবেক ভিসি প্রফেসর ড. শাহজাহান, রেজিস্টার মো. দলিলুর রহমান,  প্রক্টর ও  শিক্ষক সমিতির সভাপতি  ড. কামরুজ্জামান সহ শিক্ষক মন্ডলী হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোবাম্বিরা তানজুম হিয়া ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু। রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের মাছকাটা গ্রামে। হিয়া খুলনা শহরের বয়রা মধ্যপাড়া এলাকার এনজিও কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের মেয়ে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে ঘন বৃষ্টি শুরু হলে  ওই দুই শিক্ষার্থী ভিজতে ভিজেত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেক পাড়ে যায়। পানিতে নামতে গিয়ে লেকপাড়ে পা পিছলে  সাঁতার না জানা শিক্ষার্থী হিয়া পানির মধ্যে পড়ে যায়। অল্প সাঁতার জানা রিতু তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়।  এরপর অন্যান্য শিক্ষার্থীরা এসে দুপুর ১ টার দিকে ওই দুজনকে উদ্ধার করেহাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয় লেকে শিক্ষার্থীদের গোসল করা নিষেধ। তারপরেও দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

হাসপাতালে আনার আগেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button