ঢাকাসংবাদ সারাদেশ

স্মাট জাতীয় পরিচয় পত্র ছাড়া কোন সেবা পাবেন না: নির্বাচন কমিশন সচিব 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সুমন মৃধা

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম বলেছেন স্মার্ট জাতীয় পরিচয় পত্র ছাড়া কোন সেবা পাবেন না। স্মাট  জাতীয় পরিচয় পত্র আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
 স্মার্ট জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে প্রত্যেকটা নাগরিকের বিভিন্ন তথ্য সমৃদ্ধ একটা ডাটাবেজ রয়েছে । একজন নাগরিক রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে । মানুষের মূল্যবান সম্পদ যেমন সংরক্ষণ করে থাকেন  তেমনি স্মার্ট জাতীয় পরিচয় পত্র সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে তার নাগরিকের সকল তথ্যাদি নথিভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় অধিকাংশ কাজের ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে । এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাড়া কোন নাগরিক রাষ্ট্রীয় সেবা পাবেন না । তাই সকলকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র ব্যবহার ও সংরক্ষণের আহ্বান  জানান ।
তিনি আরো বলেন নবাবগঞ্জ উপজেলা আমার কর্মজীবনের প্রথম অংশের জায়গায় কেটেছে। তাই নবাবগঞ্জের প্রতি আলাদা আবেগ এবং অনুভূতি কাজ করে।  এই এলাকার জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে।  তাই তাদেরকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র দিতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি ।  সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।  ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় স্মাট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ আগষ্ট বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলা আব্দুল ওয়াসেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান শামীমের সভাপতিত্বে  নবাবগঞ্জ উপজেলায় স্মাট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় আইডিএ প্রকল্পের  প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম,ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান। আরও বক্তব্য রাখেন দোহার সার্কেলের সিনিয়ার এএসপি আশরাফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button