চট্টগ্রামসংবাদ সারাদেশ

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে রাজাখালী ইউনিয়নের দু’টি গ্রাম

পেকুয়া (কক্সবাজার) : হারুন বিল্লা 

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া ব্রিজ থেকে নোয়াখালী ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বেড়িবাঁধটি ১৯৯২ সালে নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। নির্মাণের পর থেকে আর সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। এতে উচ্চ জোয়ারের ফলে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে লালজান পাড়া ও রব্বতআলী পাড়া। দুর্ভোগে পড়ছেন এই দুই গ্রামের প্রায় তিন হাজার মানুষ। পানি ঢুকে ঘরবাড়ি, শাক সবজির ক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা বলছেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। বর্ষা মৌসুম আসলে আমরা আতংক থাকি। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।
অস্থায়ীভাবে বেড়িবাঁধের ভাঙা অংশটি মেরামতের উদ্যোগ নিয়েছেন বলে জানান রাজাখালী ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রহমান।
শুধু ভাঙা অংশটি নয়। পুরো বেড়িবাঁধটি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম-
রাজাখালীর লালজান পাড়ায় উচ্চ জোয়ারের কারণে বেড়িবাঁধটি ভেঙেছে। টেক্স বার্তার মাধ্যমে উর্ধতন কর্মকর্তার অনুমতি পেলে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধটি মেরামত করে দিবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী
শুধু আশ্বাস নয়, বেড়িবাঁধটি শীঘ্রই মেরামত করে দিবে কর্তৃপক্ষ এমনটাই এলাকাবাসীর দাবী।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button