ঢাকাসংবাদ সারাদেশ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত যুবকেরর মৃত্যু 

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি : আলহাজ হোসেন

জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে জাকির হোসেন নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে।
নিহত জাকির হোসেন(৪৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের  মো. সাহাবুদ্দিনের ছেলে।
 জানা যায়, উপজেলার মাঝুখান গ্রামের মৃত সাহাবুদ্দিনের রেখে যাওয়া জমিতে তার ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে  ১২৩ শতাংশ জমি ভোগ দখল করে বসবাস করছেন । সেই জমিতে স্থানীয় সফিকুল ইসলাম, মিজানুর রহমান, রহম আলী, শাহীন মিয়া ও আসাদ আলীসহ বেশ কয়েকজন দখলে নেওয়ার চেষ্টা করে আসছে এবং এদের নেতৃত্বে ঘর নির্মাণের চেষ্টা করলে জাকির হোসেন ও তার স্বজনরা বাধা সৃষ্টি করে। গত ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে জাকির হোসেন বাড়ির সামনে রাস্তায় বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা সফিকুল ইসলাম, মিজানুর রহমান, রহম আলী, শাহীন মিয়া ও আসাদ আলীসহ ১২-১৩ তার পথরোধ করে। জমি নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার  এক পর্যায়ে দা, লাঠি, কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরবর্তীতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।
ওই ঘটনায় নিহতের মা মোছা. জায়েদা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান  জানান, নিহতের ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button