চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ী ঢলে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে। টানা ৫দিনের ভারী বর্ষণে এ পানি বৃদ্ধি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে । ফলে নদী পাড়ের শত শত বসতবাড়ীতে পানি ঢুকে পানি বন্ধি হয়ে পড়েছে এলাকাবাসী।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক জানান, উপজেলার পানি বন্ধি
এলাকার শুকনো খাবার, পানি বিশুদ্ধ করণ টেবলেট, স্যালাইন ও চাল বিতরণ হয়েছে।