টানা বর্ষনের কারণে আজো খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শহরের পৌরসভা এলাকার শালবন, কলাবাগান, সবুজবাগ এলাকায় পাহাড় ধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কেউ হতাহত হননি।
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে আজ সকাল থেকে মাইকিং চলছে।
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে আজ সকাল থেকে মাইকিং চলছে।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, প্যানেল মেয়র শাহ আলম আজ সকালে শহরের সবুজবাগ ও শালবন এলাকা পরিদর্শন করে পাদদেশে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে উঠার অনুরোধ জানিয়েছেন। তবে এখনো কেউ আশ্রয় কেন্দ্রে যাননি বলে জানা গেছে।
এদিকে পাহাড় ধসে সড়কে পড়ায় জেলার দীঘিনালা সড়ক, খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল ব্যহত হয়েছে।
এদিকে পাহাড় ধসে সড়কে পড়ায় জেলার দীঘিনালা সড়ক, খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল ব্যহত হয়েছে।