চট্টগ্রামসংবাদ সারাদেশ

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুমিল্লা প্রতিনিধি: তাওহীদ হোসেনমিঠু

কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোর পূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন উদ্দিন নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞনারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আলমামুন এ রায় দেন।

মৃত্যুদন্ড  প্রাপ্ত আসামী হলো,কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে মোঃ মহিনউদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীর পরিত্যক্ত ঘরে আসামী মহিন উদ্দিন ভিকটিম নাছিমা আক্তার (২৪) কে নিয়ে যান। পরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে গলায় ও মুখে কাপড় পেচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনা স্থলে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারেঐদিন নিহতে ভাই ফজলে রাব্বী বাদী হয়ে মোঃ মহিনউদ্দিন (২৮) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন । এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে, রাষ্ট্রপক্ষে আনীত ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক শুনানি শেষ হয়।  আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদন্ড এবং এক লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন কুমিল্লার আদালত।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপিএডভোকেট প্রদীপ কুমার দত্ত।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button