চট্টগ্রামসংবাদ সারাদেশ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: তমাল দাশ লিটন

আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়িতে পক্ষে বিপক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবীতে সকালে মহিলা কলেজ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে য়ংড বৌদ্ধ বিহারের সামনে এসে মানববন্ধনে অংশ নেন আদিবাসীরা।
এসময় বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, মারমা যুব ঐক্য পরিষদের সেক্রেটারি সাথোয়াই মারমা, ক্রাচিং মারমা প্রমূখ।
বক্তারা অবিলম্বে দেশের সকল আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী করেন তারা।
এদিকে আদিবাসী স্বীকৃতি আদায়ের অন্তরালে দেশ বিভক্তির চক্রান্তের প্রতিবাদে শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আলমগীর কবির, প্রকৌশলী আব্দুল মজিদ, এসএম মাসুম রানা ও লোকমান হোসেন প্রমূখ।
বক্তারা সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
দিবসটি উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button