খুলনাসংবাদ সারাদেশ

চুয়াডাঙ্গায় রেল বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাইফ জাহান

শতবর্ষের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী রেল বাজার ব্যবসায়ীরা পূনর্বাসনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন  করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি রেলবাজারের ব্যবসায়ীরা এ মানববন্ধন গড়ে তোলে।

চুয়াডাঙ্গা রেলবাজারের  রেলগেটে ফ্লাইওভার নির্মান করা হবে । ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে।  কিছু দিনের মধ্যে নির্মান কাজ শুরু হবে।  এর জন্য সড়ক ও জনপথ বিভাগ  রাস্তার দুই পাশে শতাধিক দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছেন। এতে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন। এরই ধারাবাহিকতায় আজ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন গড়ে তোলে।  এ সময় বক্তব্য রাখেন জেলা  দোকান মালিক সমিতির সভাপতি আবদুল কাদের জগলু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন জোয়ার্দার,  সাধারন সম্পাদক রাজুসহ অনেকে৷ বক্তারা বলেন, চুয়াডাঙ্গার উন্নয়ন আমরা চাই।  তবে  আমাদের পূনর্বাসন করেই ফ্লাইওভার নির্মাণ করতে হবে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button