চট্টগ্রামসংবাদ সারাদেশ
সেনবাগে পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু
সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি: এম এ আউয়াল
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে পুকুরের পানিতে ডুবে মো:শহিদুল ইসলাম রবিন (২৮)নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় নবীপুর মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে।রবিন নিজ বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুব দেয়। অনেক সময় পার হলেও সে আর উঠতে পারেনি। নিজ ঘরের অদূরেই পুকুরের ঘাট হওয়ায় রবিনের মা জাহানারা বেগম ঘাটে গিয়ে দেখেন লুঙ্গি তোয়ালে পড়ে আছে। রবিন নেই। এ সময় বাড়ীর দুই ছেলেকে বিষয়টি বললে তারা পানিতে ডুবদিয়ে রবিনের লাশ সনাক্ত করেন।এ সময় বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নবীপুর মোল্লা বাড়ীর রফিকুল ইসলাম মোল্লার ছেলে।
পিতা রফিকুল ইসলাম মোল্লা বলেন,আমার সন্তান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলো । সে বসুরহাট সরকারী মুজিব কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ও মুজিব কলেজ ছাত্রলীগের সহ সভাপতি। এ ছাড়া নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী মোহনা টেলিভিশন কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনে বাঁধা নেই।
ছাত্রলীগ নেতা রবিনের মৃত্যুতে সেনবাগ ও বসুরহাটের ছাত্রলীগ নেতা কর্মী ও তার স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শিহাব উদ্দিন গভীর শোক প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।