রংপুরসংবাদ সারাদেশ

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় বাছুর উপকরণ বিতরন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : হাবিব ইফতেখার,

দিনাজপুরের পার্বতীপুরে ২১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ষাড়বাছুর, হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২আগস্ট) সকাল ১১টায় পার্বতীপুর পৌর-মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান-উন্নয়নের লক্ষে সমন্নিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  পরবর্তীতে এই প্রকল্পের আওতায় পরবর্তীতে হাঁস-মুরগী ও গবাধিপশুর খাদ্যসামগ্রী প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র আমজাদ হোসেন, আলোচক প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুকশানা বারী রুকু,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button