ঢাকাসংবাদ সারাদেশ

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-২৫ ঘরবাড়ি ভাংচুর

ভৈরব ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি:মো. জামাল আহমেদ

কিশোরগঞ্জের  ভৈরব আঞ্চলিক মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ড ও বাজারের একক নামকরণকে কেন্দ্র করে মিরারচর ও আকবর নগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন। ওই সংঘর্ষে  নারীরাও ঘরে বসে নেই। হাটু পানি ও বৃষ্টি উপেক্ষা করে নারীরাও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আকবরনগর বাসস্ট্যান্ডের নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ (১২আগষ্ট) শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আকবরনগর ও মিরারচর গ্রামবাসী লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫জনের বেশি আহত হয়েছে।  আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। সংঘর্ষের সময় দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়া হয় এবং বেশকিছু ঘরবাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন আকবর নগর গ্রামবাসী লোকজন। এদিকে মিরারচর গ্রামবাসী জানান, বাসস্ট্যান্ডে আসলে কিছুদিন পরপরই আকবর নগরের লোকজন আমাদের লোকজনকে মারধর করেন। বাসস্ট্যান্ড ও বাজারের নাম নিয়ে গতকাল রাত থেকেই থমথমে অবস্থা ছিলো, আজ সকালে তুমুলঝগড়া শুরু হয়। আমরা চাই বাসস্ট্যান্ড ও বাজারের নাম আকবর নগরের নামে না হয়ে যেন আকবর নগর-মিরারচর দুই গ্রামের নামে নামকরণ করা হয়।
সংঘর্ষ চলাকালীন প্রচন্ড বৃষ্টি শুরু হলে দুই পক্ষের লোকজন বৃষ্টি উপেক্ষা করে সংঘর্ষে লিপ্ত থাকেন।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। দীর্ঘ ৬ঘন্টা সংঘর্ষ চলার পর ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কালিকাপ্রসাদ ইউপির চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, আকবর নগর বাসস্ট্যান্ড নিয়ে দুই গ্রামবাসীর  মধ্যে ঝগড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button