ঢাকাসংবাদ সারাদেশ

বেলাবোতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা

বেলাবো উপজেলা প্রতিনিধি : মোঃ আশিকুর রহমান সৈকত 

বেলাবোতে অনুষ্ঠিত হয়েছে বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা বহুদিন পর গ্রামে অনুষ্ঠিত হওয়া লাঠি খেলা দেখতে ভীর জমিয়েছেন হাজারো উৎসুক জনতা। সকাল থেকেই হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় ভাটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ৷
গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব ছিল লাঠি খেলা। একটা সময় গ্রামের মানুষ  লাঠি খেলাকে বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে জানতো। কালের পরিক্রমায় আজ সেই গ্রামীণ ঐতিহ্য বিলুপ্তির পথে। ডোল এবং বাশির তালে তালে লাঠিয়ালদের নিজস্ব নৈপুণ্য দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ।
বিলুপ্তপ্রায় লাঠি খেলার আয়োজন করা হয়েছে নরসিংদীর বেলাবোতে। এলাকার যুবকদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই খেলা।  খেলা দেখতে ভীর জমিয়েছেন বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার নারী পুরুষ।
লাঠি খেলাকে কেন্দ্র করে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর প্রাইমারী স্কুল মাঠে বসেছে গ্রামীণ মেলা। পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
পার্শ্ববর্তী উপজেলা রায়পুরার অলীপুরা থেকে ১০ জনের একটি লাঠিয়াল দল আসেন তাদের কসরত দেখাতে। বহুদিন পর এলাকায় অনুষ্ঠিত হওয়া লাঠি খেলা দেখতে পেয়ে আনন্দিত এলাকাবাসী।
আয়োজকরা জানান দর্শনার্থীদের এমন সাড়া পেয়ে তারা উৎসাহিত। প্রতি বছর এমন আয়োজন করতে চান আয়োজক কমিটি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button