খুলনাসংবাদ সারাদেশ
চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাইফ জাহান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৬ টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগার।
আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



