রংপুরসংবাদ সারাদেশ
দিনাজপুরে জাতীয় শোক দিবসে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প
দিনাজপুর প্রতিনিধি: সুবল রায়
১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচীর আয়োজন করে দিনাজপুর সেক্টর সদর দপ্তর এবং ৪২ বিজিবি ব্যাটালিয়ন। এসময় বিরল উপজেলার সীমান্ত এলাকা ধর্মজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ শাতাধিক মানুষকে ফ্রি মেডিকেল সেবা প্রদান করে বিজিবি। পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হয় ঔষধ। দিনাজপুর সেক্টর সদর দপ্তরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুশরাতা শাহরীন সরকার রোগীদের চিকিৎসা প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন নায়েক সুবেদার মেডিকেল সহকারী সফিউল্লাহ, নায়েক সুবেদার তুষার কান্তি বিশ্বাস প্রমূখ।