চট্টগ্রামসংবাদ সারাদেশ

সেনবাগ উপজেলা  ভূমি  অফিসের পুকুর থেকে নাট্যকর্মী লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : এম এ আউয়াল

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের  উপজেলা  ভূমি  অফিসের পুকুর থেকে আসকার ইকবাল (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫ টার দিকে প্রাচীরে ঘেরা পুকুরে লাশটি ভেসে ওঠে।লাশের পরনে কালো প্যান্ট ও কালো গেন্জী পরিহিত ছিলো। এ সময় লাশ দেখতে শহরের ব্যবসায়ী সহ শত শত উৎসুক জনতা ভীড় করে।পুলিশ লাশ উত্তোলনের পর  নিহতের চাচাতো ভাই গোরকাটা গ্রামের  অবসরপ্রাপ্ত  পুলিশ সদস্য শাহ আলম মিলন লাশের  সনাক্ত করেন। নিহত  আসকার ইকবাল (২৮) অর্জুনতলা ইউনিয়নের  গোরকাটা জিতু মিয়ার বাড়ীর মৃত তাজুল ইসলামের ছেলে।
গোরকাটা গ্রামের ইউপি সদস্য আবদুল বারিক  মোহনাটেলিভিশন কে জানান, রোবার দুপুরে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় ইকবাল। রাতে বাড়ী ফিরেনি সে। তার অসুস্থ মা তাকে না পেয়ে খোঁজাখুজি করে।
স্থানীয় ব্যবসায়ী মো: হারুন জানান, নিহত আসকার ইকবাল একজন নাট্যকর্মী ছিলেন। সে ঢাকায় নাট্যকার মোস্তফা ফারুকীর সাথে নাটক করতেন। সম্প্রতি সে ঢাকা থেকে বাড়ীতে আসেন। সে অত্যন্ত মেধাবী ছিলেন।
সেনবাগ থানার  এস আই সনৎ কুমার  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, নিহত ইকবাল সাঁতার জানতো না। সে মানষিক রোগী ছিলো।
সেনবাগ থানার ওসি  ইকবাল হোসেন পাটোয়ারী মোহনা টেলিভিশন কে জানান, সরকারী প্রাচীরবেষ্টিত পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সহকারী  কমিশনার ভূমি অফিসের  সিসি ক্যামেরা গুলো খতিয়ে দেখা হচ্ছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে কি ভাবে কি কারনে নাট্যকর্মী ইকবালের মৃত্য হয়েছে তা জানা যায়নি।৩ ভাই ৩ বোনের মধ্যে ইকবাল মেজ ছিলো।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button