ঢাকাসংবাদ সারাদেশ

এরপরের জবাব কিন্তু কঠিন হবে: শ্রীপুরে সাংসদপুত্র দুর্জয় 

শ্রীপুর (গাজীপুর) : আলফাজ সরকার আকাশ

গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দূর্জয় বলেছেন, “যারা জাতির পিতাকে পরিবারসহ হত্যা করেছে তাদের সাথে কোনো আলোচনা নয়। কোনো তত্ত্বাবধায়ক সরকারের দিকে আমরা যেতে চাইনা। জনগনের সাথে আমরা আছি এবং থাকবো। দেশের উন্নয়নের সাথে অবশ্যই জনগণ সহমত প্রকাশ করছে। কতিপয় দুষ্কৃতকারী এ দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা তা সফল করতে দিবো না”।
জামিল হাসান বলেন, “শোক দিবসে দূঢ়  প্রতিজ্ঞা করুন। বঙ্গবন্ধুর আওয়ামীলীগ, শেখ হাসিনার আওয়ামীলীগ ও জনগণের আওয়ামীলীগ রক্ষায় আমাদের জীবন দিতে প্রস্তুত থাকতে হবে”।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামিল হাসান দূর্জয় বলেন, “আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। ঘাতকের বুলেটকে পরোয়া করিনা। অক্টোবর থেকে এ ভবনে নিয়মিতই আওয়ামীলীগের সকল কার্যক্রম চলবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। শ্রীপুর ভবনে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসাম দুর্জয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড, জাকির হোসেন খান মামুন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চন্নু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এ এসএম জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি ছোবহান সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রীপুর উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুল হাসান বিএ,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি কাওসার শেখ কামাল, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাজিব প্রমূখ।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরআগে, গাজীপুর-৩ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রহমত আলীর কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button