ঢাকাসংবাদ সারাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : আশিষ পোদ্দার

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন যদি দিবাস্বপ্ন হয় তাহলে ফল উল্টা হয়। হাওয়া ভবনের মালিক তারেক জিয়া খুয়াব ভবন তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এদেশের মানুষ আর তারেক জিয়াকে গ্রহণ করবে না বলে বিশ্বাস করি।

শনিবার সন্ধা সাড়ে ৬টায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন ডুমাইন-আড়পাড়া-কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন হতে দিবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে অরাজনৈতিক সরকার গঠন করা।

সমাবেশে মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সভাপতিত্ব জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামী লীগের এ শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভায় পরিণত হয়। সমাবেশে পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর সমাগম ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button