লালমনিরহাট::৭৫℅মাইলেজ, পেনশন ও আনুতোষিক নির্ধারণের আদেশ জারির দাবি ও মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। রোববার সকালে লালমনিরহাট রেলস্টেশন প্লাটফর্মে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন এটেনডেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু জাফর সিদ্দিক, ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবি দাস, সাধারন সম্পাদক আবু রায়হান,রেলওয়ে শ্রমিক লীগের ডিপো সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সদস্য জাকির হোসেন প্রমুখ।এ সময় আন্দোলনকারীরা বলেন, মাইলেজ ও পেনশন প্রদানের আদেশ জারী করতে হবে। না হলে ২৮ আগষ্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মো:আব্দুস সালাম বলেন,এ ব্যাপারে তাদের দেয়া স্মারকলিপি রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর পাঠানো হয়েছে।তাদের দাবি যৌক্তিক। যেহেতু তাদের এ সব সুযোগ সুবিধা পূর্বে ছিল তাই আগামীতেও পাবে।