দৌলতপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনিুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া): মানজারুল ইসলাম খোকন
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা দৌলতপুর উপজেলার সকল সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল ১১টার সময় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওবায়দুল্লাহ-র সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন এ উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। আত্মসামাজিক সহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহকারি কমিশনার ভূমি শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, কুষ্টিয়া এটি এন নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন। এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা কে দৌলতপুরের উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও শিক্ষক মন্ডলী।



