ঢাকাসংবাদ সারাদেশ

কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের সময় ইয়াবাসহ আটক-২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি‌‌: আলহাজ হোসেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার দুপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে  আপন টাওয়ারের  একটি ভবনের বারান্দা থেকে ৩ হাজার পিছ ইয়াবা ফেলা দেয়। পরে মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা  ইয়াবা উদ্ধার করেন। ও ঘটনায় দুজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া  এলাকার হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন(২৬)  একই এলাকার আলিফ হোসেনের স্ত্রী সুমাইয়া রহমান(২৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার দুপুরে তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সফিপুর এলাকায় আপন টাওয়ারের  তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ওই ভবনটির তৃতীয় তলা থেকে ভবনের নিচে  পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পলিথিনে মোড়ানো ৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট বারান্দা থেকে নিচে ফেলে দেয়া হয়। পরে বিষয়টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী তিতাসের কর্মকর্তাদের নজরে এলে তারা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান।পরে তিতাসের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর থানায় খবর দিলে মৌচাক পুলিশ ফাঁড়ির দুইজন সদস্য ঘটনাস্থলে গিয়ে ইয়াবার ট্যাবলেট সহ দুই জনকে আটক করেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button