ঢাকাসংবাদ সারাদেশ

নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে আইসক্রিম বিক্রি: দুই কারখানাকে জরিমানা 

শ্রীপুর(গাজীপুর) : আলফাজ সরকার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় দুটি আইসক্রিম কারখানা ও একটি মসলা কারখানার মালিককে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরের দিকে এ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
জরিমানা করা আইসক্রিম কারখানা দুটি হলো, মায়মুনা আইসক্রিম ফ্যাক্টরি ও রাবেয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরি। এছাড়া জরিমানা করা অপর প্রতিষ্ঠান হলো, মাওনা চৌরাস্তা এলাকার আশরাফুল রাইস এন্ড মশলা মিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মায়মুনা  ও রাবেয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরির বৈধ কোনো অনুমতি ছাড়াই আইসক্রিম তৈরি করা হচ্ছিল। তারা বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে সেগুলো  দোকানে পাইকারি বিক্রি করছিল। বৈধ অনুমতি ছাড়া খাদ্য উৎপাদনে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই জনস্বার্থে ওই দুটি কারখানাকে জরিমানা করা হয়েছে। এগুলোর মধ্যে মাইমুনা আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার ও রাবেয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরি কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা প্রক্রিয়াজাত করার অপরাধে একই এলাকার আশরাফুল রাইস এন্ড মশলা মিল কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানগুলো জনস্বার্থে অব্যাহত থাকবে”।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button