ঢাকাসংবাদ সারাদেশ
বেলাবোতে উপজেলা প্রশাসনের সচেতনতা সভা ও উপকরণ বিতরণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: মোঃ আশিকুর রহমান
অবৈধ পন্থায় বিদেশ গমন প্রতিরোধে বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার লক্ষীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সচেতনতা সভা হয়।
পরে দুপুরে উপজেলার হাড়িসাঙ্গান স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা প্রাঙ্গণে সমাজসেবা অফিসের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের ভ্যান গাড়ি দোকান ঘর সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসকল অনুষ্ঠানে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন, সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, এলাকার সুধীজন প্রমুখ।



