নাশকতার উদ্দেশ্যে গোপন বেঠক করার সময় লালমনিরহাটে জামায়াতের ৬ নেতা কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
সদর থানা পুলিশ জানায়,আজ বুধবার ভোরে লালমনিরহাট শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচিরের ভিতর থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৬নেতাকমী আটক করা হয়।গোপন বৈঠকে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।
গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলেন,লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মোঃ এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), একই এলাকার আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মোঃ মিলন মিয়া (২০), আদিতমারী উপজেলার চান্দের বাজার এলাকার অলি মাহমুদের ছেলে মোঃ আজিম উদ্দিন (৫৮) একই এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের(৪০), আদিতমারী উপজেলার উত্তরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ মমিনুল ইসলাম ও সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর নাবালক ছেলে মোঃ রাকিব হাসান (১৭)।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানায়, “নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর একদল নেতা-কর্মী শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচিরের ভিতরে অবস্থান করে নাশকতার উদ্দ্যেশ্য গোপন বৈঠক করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকমীকে আটক করা হয়। এসময় জামায়াতের আরো ৮ নেতাকর্মী পালিয়ে যায়। আটক জামায়াত ৬ নেতাসহ মোট ১৪ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।তবে সদর থানার ওসি তথ্য দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি।