চট্টগ্রামসংবাদ সারাদেশ
কক্সবাজার রেললাইনের বন্যায় ক্ষতিগ্রস্ত লাইনে সংস্কার কাজ শুরু
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আবুল কালাম আজাদ
বহুল প্রতীক্ষিত দোহাজারি কক্সবাজার রেললাইনের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মিটার সংস্কার কাজ শুরু করেছে।
দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারবাসীর স্বপ্নের রেললাইনের কেওচিয়া ইউনিয়নের তেমোহনি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইনের সংস্কার কাজ গত মঙ্গলবার থেকে শুরু করেছে তমা কনস্ট্রাকশন,। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম কক্সবাজারের নবনির্মিত রেললাইন। ১০০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনের প্রায় দেড় কিলোমিটার লাইন কোথাও দেবে গিয়ে আবার কোথাও বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয় রেললাইন সংস্কার কাজ। শ্রমিকরা কেউ কাঁধে করে বালুর বস্তা নিয়ে যাচ্ছে, কেউ রেললাইনের নিচে সৃষ্ট গর্ত থেকে পানি সেচে দিচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার পর জগ লাগিয়ে দেবে যাওয়া লাইন কিছুটা ওপরের দিকে তোলা হচ্ছে। এরপর স্লিপার ও লাইনের মাঝখানে বালু, খোয়া ও পাথর দেওয়া হচ্ছে। বন্যার পানির স্রোতে সরে যাওয়ার পাথরগুলো আবার স্লিপারের মাঝখানে দেওয়া হচ্ছে। এভাবেই চলছে সংস্কার কাজ।
প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, পূর্বনির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হবে।
সট:
প্রকৌশলী সন্জন নন্দী
পরামর্শক, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প।