ঢাকাসংবাদ সারাদেশ

আইভি রহমানের স্মরণে দিন ব্যাপী শোক পালনের সিদ্ধান্ত ভৈরবে

ভৈরবে প্রতিনিধি: মো: জামাল আহমেদ

২০০৪ সন ২১ আগষ্ট-এ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউত আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শোভাযাত্রার আগমুহূর্তে অনুষ্ঠিত সমাবেশে গ্রেনেড হামলায় চালায় সন্ত্রাসীরা। এ সময় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও দলের ঐ সময় মহিলা বিষয়ক সম্পাদক ভৈরবের  কৃতি সন্তান আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হয়।

আজ ১৯ বছর পার হয়ে গেলেও অপরাধীদের বিচারে রায় কার্যকর না হওয়ায় হতাশা পোষণ করছে ভৈরবের সাধারন মানুষ। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত বাস্তবায়নের দাবী তাদের।

আইভি রহমানের মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পরে স্থানীয় আওয়ামী লীগ। সেই সাথে স্বজন হারা হন পরিবারের সদস্যরা। আইভি রহমানকে চিরস্মরণীয় করে রাখতে সরকারের কাছে দাবী স্থানীয় আওয়ামী লীগের।

আইভি রহমানের স্মরণে দিন ব্যাপী শোক পালনের স্বীদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। অর্ধনমিত কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও কাঙ্গালী ভোজের আয়োজন করেছে বলে জানিয়েছে দলের  স্থানীয় নেতৃবৃন্দ।

২১ আগষ্ট গ্রেনেড হামলার সঠিক বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জাতীয় ভাবে আইভি রহমানকে স্মরণীয় করে রাখার দাবী এ অঞ্চলের সাধারন মানুষের।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button