খুলনাসংবাদ সারাদেশ
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময়
কুষ্টিয়া প্রতিনিধি: মিলন খন্দকার
কুষ্টিয়ায় সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
কুষ্টিয়া পুলিশ সুপার কার্যলয়ে আজ সকালে সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, হাবিবুর রহমান।
তিনি বলেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পর্যটনের নিরাপত্তা দিতে আমাদের ট্যুরিষ্ট পুলিশ বাহিনী সব সময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, এ ছাড়াও সেখানে জেলা পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্দ, এবং ইলেক্ট্রিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



