রাজশাহীসংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুবায়েল হোসেন

ভালো মানের কাজের কথা বলে বিদেশে নিয়ে নির্যাতন ও নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আব্দুল মজিদ (৪৯) নামে এক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ বুধবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত ছালাম প্রামানিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন লোকজনকে ভালো মানের কাজের কথা বলে লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে যায়। পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মারপিট করে অত্যাচার করত। পরবর্তীতে ভিকটিমের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিত এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী  করত। দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করত।

গত ২০ আগষ্ট উল্লাপাড়া থানায় মাদকপাচার আইনে দায়ের করা মামলা (মামলা নং-৪/২৩) আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর  করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button