বেতারের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও সম্মানীর ১০% উৎসের কর বাতিলের দাবিতে মানববন্ধন
শফিউল করিম শফিক
বাংলাদশে বেতারের সকল স্তরের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও সম্মানীর ১০% উৎসের কর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে রংপুর বেতারের সর্বস্তরের শিল্পীরা।
রংপুর টাউন হল চত্বরে রবিবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি রংপুর এর উদ্যোগে। আয়ের উৎসের কর বাতিলের দাবিতে মানব বন্ধন করেছে রংপুর বেতারের কর্মীরা। স্বার্থ সংরক্ষণ কমিটি রংপুর এর উদ্যোগে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর বেতারের সর্বস্তরের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
সমাবেশে শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও সম্মানীর ১০% উৎসের কর বাতিলের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় বক্তরা বলেন, তাদের দাবি না আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। সমাবেশ ও মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা।