রাজশাহীসংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ৪৪৫ হেক্টর ফসলি জমি

জুবায়েল হোসেন

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে সিরাজগঞ্জের অন্তত ৪২টি ইউনিয়নের চরাঞ্চল। পানিবন্দি অবস্থায় রয়েছে অন্তত দুই হাজার পরিবার। একই সঙ্গে তলিয়ে গেছে এসব অঞ্চলের আবাদি জমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, যমুনা নদীর পানি রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাই পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী অঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে পরবর্তীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা তাদের।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জানান, যমুনায় পানি বৃদ্ধির ফলে রবিবার পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলার ৪৪৫ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। যার মধ্যে রয়েছে রোপা আমন ২৮৫ হেক্টর, সবজি ৪৩ হেক্টর, আউশ ৪০ হেক্টর, বীজতলা ৩২ হেক্টর, কলা ৫ হেক্টর ও আখ ২৫ হেক্টর জমি জুড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button