মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারার বকুলতলায় আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলিতে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধদের মধ্যে ৫ জনই পথচারী।
সংঘর্ষে জয় (১৭) নামে মুজিবুর মেম্বার গ্রুপের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া পথচারী আলভী (১৭), রাসেল (২৩), জহিরুল ইসলাম (৩২), জুয়েল (২৭) ও তাবাচ্ছুম নামে ৭ মাসের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুজিবুর মেম্বার ও সুরুজ মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুজিবুর মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও সুরুজ জেলা আওয়ামী লীগের সভাপতিপুত্র মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লবের অনুসারী বলে এলাকায় পরিচিত।
সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও মামলা হযনি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।