ঢাকাসংবাদ সারাদেশ

কেরানীগঞ্জে রো রো ফেরির উদ্বোধন করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

মোঃ আলমগীর হোসেন

‘এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি’- এ স্লোগানকে ধারণ করে শুরু হচ্ছে ঢাকা-ভোলা রুটে যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির যাত্রা সার্ভিস। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের হাসনাবাদে যাত্রীবাহী এ রো রো ফেরীর যাত্রার উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।

‘কার্নিভাল ক্রুজ ও কার্নিভাল ওয়েব’ নামে এ দুটি রো রো ফেরী নিয়ে যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা ভোলা (ইলিশা রুটে) জাহাজ দুটি নিয়মিত চলাচল করবে।

দেশে প্রথমবারের মতো যানবাহনসহ যাত্রীবাহী এ রো রো ফেরি সার্ভিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় অঞ্চলের মানুষের নৌপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতম করতে হাতিয়ায় সন্ধীপ ও কুতুবদিয়া এই সার্ভিস চালু হলো।

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যাবে এই ফেরি। ভোলার ইলিশা ঘাটে দুপুর দুটায়‌ পৌঁছবে। ইলিশা থেকে রাত নয়টায় আবার ছাড়বে। ফেরিতে সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি, চেয়ার ১০০টি। এছাড়াও ৩৫টি গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর আরিফ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মতিউর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button