ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১৪টি স্বর্নের বারসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। শনিবার(৯ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়ার কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি স্বর্নসহ ওই আসামীকে আটক করে।
বিজিবির হাতে আটক ওই চোরাচালানির নাম জাহাঙ্গীর হোসেন(২৮)। সে একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে স্বর্ন পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবির তলুইগাছা বিওপির সদস্যরা। এসময় সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেনকে চ্যালেঞ্জ করার পর ভ্যানটি তল্লাশি চালিয়ে কৌশলে ভ্যানের ব্যাটারির বাক্সে রাখা ১৪টি স্বর্নের বার জব্দ করা হয়।
লে. কর্নেল আশরাফুল হক আরও জানায়, জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলিগ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা। তিনি বলেন, আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।