শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে শহরের দুর্জয় মোড়ে এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী আটক করেন র্যাব।
এসময় প্রসাধনী বহনকারী একটি ডিস্ট্রিক্ট ট্রাক জব্দ ও চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়।আটককৃতরা হলো, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার ছেলে ফজলু মিয়া (২৬) ও সুনামগঞ্জ সদরের ওয়েজখালী গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (১৯)।
অভিযুক্তদের দখলে থাকা ট্রাক তল্লাশি করে শুল্ক ফাঁকিকৃত ৮০ হাজার ৬০০ পিছ কিটকেট চকলেট, ১ হাজার ৪৪ পিছ ভাটিকা হেয়ার ওয়েল, ১ হাজার ৪৪ পিছ ডাবর টুথ পেষ্ট, ৪৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১ হাজার ৬২০ পিছ ফিয়ামা সাবান, ৩৬০ পিছ অলিভ অয়েল, ৪৮পিছ পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ৬০পিছ জনসন বেবি হেয়ার অয়েল, ৭২০পিছ জনসন বেবি সেম্পু, ৪ হাজার ৩২০ পিছ নবরত্ন হেয়ার অয়েল, ৯৬০ পিছ ডাবর আমলা হেয়ার অয়েল, ১৩ হাজার ৬৩২ পিছ ডাব সাবান, ৫২৮ পিস সেভেন অয়েল হেয়ার অয়েল, ৫২৮ পিস বোরো প্লাস ক্রিম, ৬০ পিছ নবরত্ন হেয়ার অয়েল, ১১ হাজার ৫২০ পিছ কাবেরী মেহেদী, ১১ হাজার ৫২০ পিছ মিনি প্যাক সেম্পু, ৭৫০ পিছ এলোভেরা জেলসহ বহনকারী ট্রাক জব্দ করা হয়।
এছাড়াও ৩টি পুরাতন স্মার্ট/বাটন ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা।
এ বিষয়ে শনিবার দুপুর ২টায় র্যাব-১৪, ভৈরব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।