চট্টগ্রামসংবাদ সারাদেশ

চাঁদপুরে গৃহবধুর একত্রে চার সন্তানের জন্ম

রফিকুল ইসলাম বাবু

চাঁদপুরে বিয়ের ছয় বছর পরে এই প্রথম এক পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিপা রানী সরকার (২৫) নামে গৃহবধু। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারির মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ট হয়।
নিপা সরকার চাঁদপুর শহরের ঘোষপাড়ার ব্যবসায়ী লিটন সরকারের স্ত্রী। গত ছয় বছর পূর্বে তিনি বিয়ে করেন।
এদিকে নিপা সরকারের মা ও স্বজনরা ভুমিষ্ঠ হওয়া ৪ সন্তান মার সুস্থ্যতার জন্য সকলের নিকট আর্শিবাদ কামনা করেছেন।

হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার জানান, নিপা রানীর এক পুত্র ও ৩ কন্যা সন্তান নির্দিষ্ট সময়ের অনেক আগেই ২৯ সপ্তাহের মধ্যে ভুমিষ্ঠ হয়েছে। বাচ্চাগুলো এখন মোটামোটি ভাল আছে এবং মা সুস্থ আছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুমাইয় বলেন, নিপা রানী সরকারকে সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে প্রসব ব্যথা অবস্থায় স্বজনরা নিয়ে আসেন। আসার পর আমরা সব কিছু দেখে এবং পরীক্ষা করে বুঝলাম তার এখনই ডেলিভারি হবে। যে কারণে আমরা ওটিতে নিয়ে যাই। সেখানে পর পর এক পুত্র সন্তান এবং ৩ কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়।
তিনি আরো বলেন, ৪ শিশুর মধ্যে দুইজনের অবস্থা অনেকটা আশঙ্কা জনক বলা যায়। আর বাকী দুজন অবস্থা অন্য দুজনের তুলনায় ভাল। কিন্তু আমরা ৪জন শিশুকেই ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button