রংপুরসংবাদ সারাদেশ

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, দুলুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সুমন খান

লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অসম্মানজনক ও ব্যঙ্গাত্বক প্রচারণার মাধ্যমে প্রপাগান্ডা চালানো ও ভাবমূর্তি ক্ষুন্নের’ অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন রকিবুল ইসলাম খান নামের একজন আইনজীবী।
এতে বলা হয়, গত ৩০ আগস্ট এক দলীয় কর্মসূচির বক্তৃতার এক পর্যায়ে এবং ৬ সেপ্টেম্বর অপর এক জনসভায় আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। একই সাথে ‘বঙ্গবন্ধুর চেয়ে  ড. ইউনুসকে হাজার গুণ বেশি মানুষ চেনেন’ বলেও মন্তব্য করেন তিনি। যা বিএনপি মিডিয়া সেল নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অভিযোগটি দায়েরের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা সভা-সমাবেশ করে তাদের নেতার বিরুদ্ধে মামলা দায়েরের হলে লালমনিরহাট অচল করে দেয়ার হুমকি দিয়ে আসছিল।
এদিকে মামলা দায়েরের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button