ঢাকাসংবাদ সারাদেশ
ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল, প্রতিটি অফিসের কার্যক্রম হবে ডিজিটালে: তথ্য সচিব
মোঃ আরিফুর রহমান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন বলেন, ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল পদ্ধতিতে এবং ডিজিটাল।
তিনি বলেন, একটি কিআরকোডের মাধ্যমে স্ক্যান করে তার সম্পর্কে তার পরিচয় জানা যাবে এবং ডিজিটাল ভাবে স্বাক্ষর করবে। কোন অনিয়ম বা হ্যাক করতে পারবে না। প্রতিটি অফিসের কার্যক্রম ডিজিটালে হবে। কোন কাগজের নথি থাকবে না।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট কতৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজন ও মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে মাদারীপুরে ডিজিটাল নিরাপত্তায় কিশোরী মেয়েদের সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক (যুগ্ন সচিব) এ.টি.এম জিয়াউল ইসলামসহ ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শামসুন্নাহার ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থী শিক্ষকবৃন্দ।