কক্সবাজারের পেকুয়ায় সরকারি খাস জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ হোসেন নামের এক প্রবাসীর বিরুদ্ধে।খবর পেয়ে নির্মাণাধীন ওই পাকা স্থাপনার পিলার ভেঙে গুঁড়িয়ে দেয় এবং নির্মাণসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা সদরের উত্তর সাবেকগুলদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদি এলাকায় মোহাম্মদ হোসেন নামের এক সৌদি প্রবাসী সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করে আসছিলো। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিলো বেশ কয়েকবার। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে পূনরায় কাজ চলমান রাখে ওই প্রবাসী। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের খবর পেয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সব সরকারি খাস জমি দখলমুক্ত করা হবে।