খুলনাসংবাদ সারাদেশ

মোংলা বন্দর থেকে কয়লা পাচারকালে ৪১ জন আটক

সবুজ হাওলাদার 

মোংলা বন্দরে আমদানী হওয়া কয়লা পরিবহন কালে পাচারের সময় ৬৬০ মেট্রিকটন কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
জানা যায়, কয়লা পরিবহন কাজে ব্যবহত লাইটার এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহত ট্রলার তানজিলা-২ কে জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অনস্থানরত একটি বানিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয় এমভি আল রতনা নামক লাইটার। পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌঁছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা-২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি কোস্টগার্ড পশ্চিমজোন সদর দপ্তর অবহিত হয়ে অভিযানে নামে।
অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দল। পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button