কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে বন্য হাতির আক্রমণে আব্দুর রহমান (৪০) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের আবুর ছনখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান টৈটং ইউনিয়নের কেরেনছড়ি এলাকার মোঃ শাহ আলমের ছেলে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
নিহতের সহকর্মীরা জানান, খুব সকালে নিহত আব্দুর রহমানসহ আমরা ছয়জন পাহাড়ের গহিনে লাকড়ি সংগ্রহ করতে যায়। যে যার মত লাকড়ি সংগ্রহ করতেছিল। এমন সময় হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে আমরা এগিয়ে গিয়ে দেখি একটি হাতি আব্দুর রহমানের বুকে ও মাথায় আঘাত করিতেছিল। এতে ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু হয়।
বারবাকিয়া রেঞ্জের টৈটং বিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে আব্দুর রহমান নামের একজন বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে। খবর পেয়ে বনরক্ষী ও স্থানীয়দেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানের উদ্বার করি।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।