পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঁদাবাজির দায়ে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায় ওই চিকিৎসকের নাম সৌরব হালদার (৩৫)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ ফাহাদ তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার শাপলেজা ইউনিয়নের বুক্ষইতলা বান্ধবপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৌরব হালদার একই গ্রামের ধীরেন্দ্র নাথ হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌরব হালদার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিস্ট্যান্ট।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ই জুন মঠবাড়িয়া পৌরসভার ১নং ওর্য়াডের মিলন হাওলাদারের স্ত্রী রিতা রানী বাদী হয়ে মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রিতা রানীর স্বামী মিলন হাওলাদারের কাছে সৌরব ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। মিলন হালদার দিতে রাজি না হলে তাকে মারধর করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ কামরুজ্জামান জানান, গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।