খুলনাসংবাদ সারাদেশ
জ্বালানী তেলের কমিশন বৃদ্ধি করে তা বাস্তবায়ন না করায় খুলনায় ধর্মঘট
মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ
জ্বালানী তেলের কমিশন বৃদ্ধি করে তা বাস্তবায়ন না করায় খুলনার ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় অনিদৃষ্ট কালের জন্য ট্যাংকলরী চলাচল এবং তেল উত্তোলন বন্ধ রাখার ডাক দিয়েছে জ্বালানী ব্যবসায়ীরা।
জ্বালানী ব্যবসায়ীদের সকল তেলের ওপর সাড়ে ৭ পার্শ্বেন্ট কমিশন বৃদ্ধির বিপরীতে বিদ্যূৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় গত ২৭ সেপ্টেম্বর দশমিক ৪৩ পার্শ্বেন্ট কমিশন বৃদ্ধির ফরমুলা ঘোষণা করলেও বাস্তবায়ন না করায় জ্বালানী ব্যবসায়ীরা এ আন্দোলনের ডাক দেন।
রোববার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে খুলনার পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ রয়েছে। মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত কমিশন বৃদ্ধি বাস্তবায়ন হলে আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জ্বালানী ব্যবসায়ীরা জানান।