নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ডলার কেনাবেচা করার অভিযোগে ১০ বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেক ট্রেজারিপ্রধানকে এক লাখ টাকা করে জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে।
এর আগে ছয়টি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সরিয়ে দেওয়া হয়েছিল, তবে এবার একসঙ্গে ১০ ট্রেজারিপ্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
এসব কর্মকর্তাকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া হিসেবে বাংলাদেশ ব্যাংক গত ১৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছিল। এর আগেও ৩ সেপ্টেম্বর অভিযোগ জানিয়ে প্রথম চিঠি পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, বেশি দামে ডলার বেচাকেনার দায় ট্রেজারিপ্রধানেরা এড়াতে পারেন না। জানা গেছে, ব্যাংকগুলোর ‘ব্যাখ্যা সন্তোষজনক হয়নি’, সে কারণে জরিমানা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
একাধিক ট্রেজারিপ্রধান জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ ব্যাংক থেকে সংক্ষিপ্ত চিঠি পেয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী আপনাকে জরিমানা করা হলো। আগামী ১৪ দিনের মধ্যে তাঁদের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
যে ১০টি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের জরিমানা করা হয়েছে, সেগুলো হলো মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।