বরিশালসংবাদ সারাদেশ

খাল খনন না করায় জলাবদ্ধতায় ফসল নষ্ট, শুস্ক মৌসুমে পানির সংকট

মোঃ মাছুম বিল্লাহ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি দীর্ঘদিনেও খনন না করায় প্রায় একশত একর জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ গ্রামের কৃষি নির্ভর প্রায় ৫০টি পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

পাটিখালঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তের পশুরিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশের ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত খালটি খনন না করায় প্রতি বছর ঐ এলাকার কৃষি নির্ভর পরিবারগুলো জলবদ্ধতার কারনে যেমনি হারাচ্ছে ফসল, তেমনি শুস্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ তো দূরের কথা গৃহস্থলী কাজেও তীব্র পানির সংকট দেখা দেয়।

ফলে এ মৌসুমে বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ। খাল খননের জন্য স্থানীয় চেয়ারম্যানের বরাবরে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোন সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

অপরদিকে প্রভাবশালীরা খালের অনেক অংশ ভরাট করে ইতোমধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছপালা রোপন করেছেন।

ক্ষতিগ্রস্থ মোঃ বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান জমাদ্দার জানান, জলবদ্ধতার কারনে পানি চলাচল করতে না পারায়  আমাদের রোপনকৃত ফসল পঁচে নষ্ট হয়ে যায় এবং শুকনোর দিনে পানির অভাবে কোন রবি শষ্য বপন করতে পারি না। এ সমস্য সমাধানের জন্য খালটি খননের জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

এলাকার বাসিন্দা মোসাঃ মিনু বেগম ও পারুল বেগম বলেন, শুকনো মৌসুমে আমরা পানির অভাবে গোসল করাসহ রান্না-বান্নার কাজের অনেক কষ্ট হয়। আমাদের অনেক দূরে গিয়ে পানি বহন করে আনতে হয়। পানির অভাবে আমাদের এলাকার একটি পরিবার অন্য এলাকায় চলে গেছে। এছাড়া পানির জলবদ্ধতায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button