ভোলায় ইলিশা লঞ্চ ঘাটে নদীতে সিসি ব্লক ধসে গিয়ে ২ জন নিহত এবং একাধিক এর ওপরে আহত হয় বলে জানা যায়। সোমবার (০২ অক্টোবর) দুপুর ১টায় এই ঘটনা ঘটে।
মাছ ব্যবসায়ী মন্জুর আলম বলেন, কিছু দিন যাবত ইলিশা ঘাটের পাশ দিয়ে নদী ভাঙ্গন শুরু হয়। হঠাৎ নদীর তীব্র স্রোতের কারণে সিসি ব্লক ধসে পরে। আর এই সিসি ব্লক ধসে পরার কারণে আজ বড় একটি দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই ব্যবসায়ী আরও বলেন, ঘটনার সময় আমরা দেখতে পাই, নদীর তীরে কয়েকটি নৌকা বাধা ছিল এবং তারই পাশ দিয়ে কয়েকজন মানুষ হেটে যাচ্ছিলো। এসময় হঠাৎ চোখের পলকে নদীর পানিতে ব্লক ধসে গিয়ে নৌকা এবং নদীর তীরের মানুষ নদীতে ডুবে যায়। পাশে থাকা লোকজন এসময় তাদের বাচাঁতে ছুটে যায়।
খবর পেয়ে ইলিশা ফারীর ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উদ্ধারকাজ শুরু করে।
এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, ঘটনা শুনে আমি সেখানে ছুটে যায় এবং দেখতে পাই ঘটনা স্থলে ০২জন মারা গেছে। নিহত ব্যক্তির মধ্যে একজন বয়স্ক মহিলা ও ১০-১২ বছরের একটি শিশু মারা যায়। কতজন নদীর পানিতে ডুবে নিখোঁজ আছে তা এখানো জানা যায়নি। তবে তাদের উদ্ধার করতে ইলিশা ফারীর পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের একটি টিম কাজ করছে বলে জানান তিনি।