ঢাকাসংবাদ সারাদেশ

৭দিনের সন্তান রেখে ডেঙ্গুতে মারা গেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতার স্ত্রী

আলফাজ সরকার আকাশ

গাজীপুরের শ্রীপুরে মাত্র ৭দিনের শিশু সন্তান রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সুমা আক্তার নামের এক মা। বুধবার (৪ অক্টোবর) বিকেলের দিকে ময়মনসিংহ জেলার কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত সুমা আক্তার পৌর এলাকার বহেরারচালা গ্রামের আল আমীনের স্ত্রী ও একই গ্রামের আবুল হাশেমের কন্যা। নিহত সুমার স্বামী আল আমীন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি ফার্মেসী ব্যবসা পরিচালনা করেন।
নিহত সুমা আক্তারের দেবর ফিরোজ জানান,  গত বুধবার পৌর এলাকার মাওনা চৌরাস্তার ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে শিশুর জন্ম দেন সুমা আক্তার। বাসায় নেওয়ার পর থেকেই প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়েন তিনি। অবস্থা খারাপ হলে পূনরায় মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  নেওয়া হয়।
বুধবার দুপুরের দিকে সেখানেই  ডাক্তারি পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তাৎক্ষনিক ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার চেষ্টা করে। ওই হাসপাতালের গেটে পৌঁছাতেই একপর্যায়ে হঠাৎ অবস্থার অবনতি হয়ে প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয় সুমার। তাৎক্ষনিক সময়ে সেই হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আল আমীন বলেন, “৭ বছর আগে বিয়ে হয়েছিল আমাদের। মাত্র ৭ দিন আগে সুমার কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে ওয়াজিহা নুর । কিছু বুঝে ওঠার আগেই মা হারালো সে। আমি কি বুঝাব তাঁকে।”
স্থানীয় আমজাদ হোসেন নামের একজন বলেন,” পৌর এলাকার মাওনা চৌরাস্তায় অবস্থিত বেশীর ভাগ বেসরকারি  হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। যেগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি।  আজকে ৭দিনের শিশু তাঁর মাকে হারালো। এমন ঘটনায় আমরা শোকাভিভূত হয়েছি।”
এদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিহতের গ্রামের বাড়ি পৌর এলাকার বহেরারচালা গ্রামে নিহত সুমা আক্তারের দাফন সম্পন্ন হয়। ৭ দিনের সন্তান রেখে মায়ের এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button