পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের তিন দিন পর বন্ধুর বাড়ির খড়ের গাদা থেকে একজনের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামের রুম্মান শেখের বাড়ির পাশে লাশটি পাওয়া যায় বলে নেছারাবাদ সার্কেলে সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান। নিহত হাসানুর রহমান অপু (৩৫) ওই গ্রামের বাসিন্দা।
অপুর চাচাতো ভাই মোঃ নজরুল ইসলাম বলেন, অপুর স্ত্রী খুলনায় থাকেন। ব্যবসার জন্য অপু গ্রামের বাড়িতে থাকত। সে রুম্মান শেখের সঙ্গে সুপারি ব্যবসা করত। তারা ব্যবসায়ীক বন্ধু ছিল।
গত ৪ অক্টোবর অপু রুম্মানের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার সাবিহা বলেন, সকালে রুম্মানের বাড়ির পাশে সুপারি পারতে গিয়ে খড়ের গাদা থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মাটিচাপা অবস্থায় অপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি এই প্রতিবেদককে বলেন, এ ঘটনার পর থেকে রুম্মান পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, বোন এবং ভাইয়ের মেয়েকে থানায় নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপুকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই সহকারী পুলিশ সুপার।